কিছু ঘটনা


ঘটনা ১ঃ

ফারহানা আলম পেশায় একজন বেসরকারি প্রতিষ্ঠান পদস্থ কর্মকর্তা। সংসার সামলানোর পাশাপাশি কর্মস্থলে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছিলেন যোগ্যতার সঙ্গে। কিন্তু হঠাৎ একদিন স্ট্রোক করে তার বিপত্নিক শ্বশুর শয্যাশায়ী হয়ে পড়েন । অসুস্থ মানুষদের সেবা যত্নের পুরো দায়িত্ব এসে পড়ে ফারহানা আলমের উপর। প্রথম দিকে সংসার এবং চাকরি দুটোই সামলানোর চেষ্টা করেছেন। কিন্তু সম্ভব হয়নি চাকরিটা ছেড়ে দিতে হয়েছে পরিবারটি হঠাৎ করে ধাক্কা খেলো ,ফারহানা আলমের ক্যারিয়ার বিসর্জনের বিষয়টিতে আছেই।

ঘটনা ২ঃ

রেজওয়ান হাসান ৩১ তম বিসিএস ক্যাডার। স্বপ্ন ছিল জনগণের সেবা করবেন হবেন একদিন দেশের সর্বোচ্চ আমলা ।সে দিকে এগোচ্ছিলেন জয়েন করেন প্রশাসন ক্যাডারে হঠাৎ করেই তার জীবনের ঝড় নেমে আসে । স্ত্রী তাদের প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে প্রসব জনিত জটিলতায় মৃত্যুবরণ করেন। কন্যা সন্তানটির যত্নের দায়িত্ব পড়ে কখনো শ্বশুরবাড়ির উপর আবার কখনো বাবার বাড়ির লোকজনদের উপর । এভাবে সন্তানের বেড়ে ওঠা মেনে নিতে পারেননি তিনি। এদিকে তিনি পুনরায় বিয়ে করবেন না বলে মনস্থির করেছেন । বদলির চাকরি, কর্মব্যস্তত্‌ একদিন সব ছেড়েছুড়ে দিয়ে ঢাকায় চলে আসেন সন্তান যত্নের দায়িত্ব নিজের হাতে তুলে নেন তিনি।

ঘটনা ৩ঃ

আব্দুস সোফান সাহেব রিটায়ার্ড সরকারি কর্মকর্তা । দীর্ঘদিন ধরে অসুস্থ ফিজিওথেরাপি দেওয়ার জন্য ধানমন্ডিতে যেতে হয় । নিয়মিত পরিবারের সদস্যরা পালা করে ঢাকা শহরের যানজট ঠেলে অর্থ ও সময় নষ্ট করে সন্ধান সাহেবের ফিজিওথেরাপির ব্যবস্থা করে যাচ্ছেন।

আমাদের দেশের পরিবারগুলো এসব ঘটনার ভিতর দিয়ে যাচ্ছে জীবনের নানা পর্যায়। অসহায় জীবন, মানুষের জীবনের নানা রকম প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে সেবা খাত বড় হচ্ছে দেশের অর্থনৈতিক সঙ্গে তাল মিলিয়ে। একসময় যা ছিল পাশ্চাত্যের বিষয় আজকে আমাদের জন্য বাস্তবতা । মানুষ সচেতন হচ্ছে । গ্রহণ করছে প্রাতিষ্ঠানিক সেবা । কেয়ার গিভার, নার্স চলে যাচ্ছে সেবা গ্রহীতার গৃহে। বেঁচে যাচ্ছে সময়। রক্ষা পাচ্ছে যার যার পেশা।
আপনি আপনার পেশায় পূর্ণ পূর্ণ মনোযোগ দিয়েও পরিবারের প্রিয় মানুষটির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারছেন কারণ আপনি সচেতন । কেয়ার ব্রিজ বিডি ঠিক এই দায়িত্বটি পালন করছে পূর্ণ আস্থা নিয়ে আপনার আশা ভালবাসার প্রতিচ্ছবি হয়ে উঠুক কেয়ার ব্রিজ বিডি

Contact with us

+88 01739 165 065

carebridgebd@gmail.com

House # 61 (Coopers Building)
4th Floor, Shah Makhdum Avenue
Sector # 12, Uttara, Dhaka.